ব্লগিংয়ের বিস্তারিত রয়েছে এখানে

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ব্লগিংয়ের মাধ্যমে অনলাইনে আয়ের টিউটোরিয়াল। ব্লগিং সম্পর্কে জানেন না এমন কাউকে খুজে পাওয়া হয়তবা বেশ কষ্ট হবে। আশা করছি সবাই আমার চেয়ে ভালোই জানেন। কিন্তু, যারা একেবারেই জানেন না তাদের জন্যই লিখছি। আজকে আমরা চেষ্টা করব ব্লগিং এর মাধ্যমে কিভাবে অনলাইনে আয় করতে হয় সে সম্পর্কে একটি মোটামুটি ধারণা দেয়ার জন্য।

আমরা সবাই কম বেশী ব্লগিং করি। তো আমরা যদি এই ব্লগিংটা আমাদের নিজেদের ওয়েবসাইটে করি এবং সেই আর্টিকেল বা পোস্টের পাশে যদি বিভিন্ন এ্যাড দেই এবং সেই এ্যাডে যদি কেউ ক্লিক করে তাহলে আপনার একাউন্টে টাকা জমা হতে থাকবে। আমরা সবাই কম বেশী গৃগল এ্যাডসেন্সের কথা জানি। সবচেয়ে ভালো হয় গুগল এ্যাডসেন্স নিয়ে কাজ করলে। কিন্তু গুগলে একাউন্ট এ্যাপ্রুভ্ড হওয়া অনেকের জন্য কষ্টকর। তাই আমরা আজকে এ্যাডসেন্সের বিকল্প বাংলাদেশী একটা পিপিসি সাইট নিয়ে কথা বলব। যারা খুব বিশ্বস্ত। টাকা পাওয়া নিয়ে আপনাদের ভাবতে হবে না। আর এই সাইটের এ্যাড আপনারা আপনাদের বাংলা সাইটেও ব্যাবহার করতে পারবেন। যা গুগল এ্যাডসেন্সে আপনি পারতেন না। তো যাই হোক আমাদেরকে যেহেতু একটা ওয়েবসাইটেই ব্লগিং করতে হবে সে কারণে আমরা খুবই সহজে blogger.com এ একটা সাইট বানানোর টিউটোরিয়াল দিয়েছি। আপনারা www.weebly.com এও সাইট বানাতে পারেন। উইবলিতে সাইট বানানোর পুরো টিউটোরিয়াল পাবেন এখানে


তো আমরা শুরু করছি blogger.com এ একটা সাইট বানানোর সহজ টিউটোরিয়াল।


১.প্রথমে প্রবেশ ক্লিক করুন এখানে। তারপর যে পেইজটি আসবে তার ডানপাশে নিচের ছবিতে দেখানো অংশে আপনার জিমেইলের আইডি দিয়ে লগিন করুন। জিমেইলে আই ডি না থাকলে এখনই খুলে নিন এখান থেকে




২.তারপর display name দিন এবং তার নিচের দুটি অপশনে টিক চিণ্হ দিয়ে continue বাটনে ক্লিক করুন।


৩.নিচের চিত্রে দেখানো অংশে ক্লিক করুন।


৪.ব্লগের টাইটেল বা শিরোনাম এবং আপনি যে এ্যাড্রেসটা চান সেটা দিয়ে 'সত্যতা যাচাই করুন' ( মানে এ্যাড্রেসটা খালি আছে কি-না) অংশে ক্লিক করুন। দেখুন খালি আছে কি-না। খালি থাকলে 'এই ব্লগ ঠিকানাটি উপসত্য' এমন একটা লেখা আসবে। তারপরে 'চালিয়ে যান' বা 'continue' বাটনে ক্লিক করুন।


৫. একটা টেমপ্লেট পছন্দ করে আবারো 'চালিয়ে যান' বা 'continue' বাটনে ক্লিক করুন।


৬. তারপর চিত্রে দেখানো অংশে ক্লিক করুন।



৭. তারপরে আপনার পোস্টের একটি শিরোনাম এবং বর্ণনা দিয়ে পোস্ট পাবলিশ করুন।


৮. আরো কিছু কথা বলে নেই। নিচের চিত্র দেখুন। প্রথম ভরাটকৃত প্রথম অংশটির মাধ্যমে লেখাকে বোল্ড করা, ইটালিক করা এবং লেখার নিচে আন্ডারলাইন করতে পারবেন। বাকি দুই অপশনের মাধ্যমে ছবি ও ভিডিও যোগ করতে পারবেন।


৯. তো যাই হোক আমরা এবার ব্লগারে ডিজাইন অপশনে যাবো।



১০. চিত্রে দেখানো অংশে ক্লিক করুন। আমরা এই পর্যায়ে আমাদের সাইটে এ্যাড বসাবো।



১১. আবারো চিত্রে দেখানো অংশে ক্লিক করুন।



১২. তারপর নিচের অংশটি আসবে। এটিতে আপাতত কোন কিছু করার দরকার নেই।



১৩. আপনারা এই লিঙ্কে ক্লিক করুন। নিচের পেইজটি আসবে। চিত্রে দেখানো অংশে ক্লিক করুন।


১৪.সকল তথ্য পূরণ করে রেজিস্ট্রেশন পর্বের কাজ সমাপ্ত করুন।


১৫. তারপরে আপনার মেইলে একটা কনফারমেশন মেইল আসবে। সেখানে 'Your request for Poisha.com publisher account is under verification. Click here to confirm your email.' এরকম একটা কথা থাকবে। 'Click here' অংশে ক্লিক করুন। সেই লিঙ্কে ক্লিক করার পরে যে পেইজটি আসবে সে পেইজের 'Click here' অংশে ক্লিক করুন। নিচের চিত্রের দিকে লক্ষ করুন।



১৬.তারপরে ইউজার নেইম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।




১৭.তারপরে নিচের পেইজটি ওপেন হবে।


১৮. এরপরে 'My Ad Codes ' এর অন্তর্গত ' Create New Ad unit ' অংশে ক্লিক করুন।


১৯.এরপরে একটি নাম দিয়ে 'Generate HTML Code ' অংশে ক্লিক করুন।


২০. তারপরে যে পেইজটি ওপেন হবে তার একদম নিচে চলে আসুন। পুরো কোড কপি করুন।


২১. এরপরে যে অংশটি কিছুক্ষণ আগে খালি রেখেছিলাম সেখানে কপিকৃত কোডটুকু পেস্ট করুন। এরপরে সেভ দিয়ে চলে আসুন।



২২. এরপরে আপনার সাইটের address টি browser এ টাইপ করুন। দেখুন এ্যাড শো করছে।



এভাবে আপনারা পোস্ট করতে থাকুন। নতুন নতুন পোস্ট করুন। অন্যের লেখা কপি-পেস্ট করবেন না। প্রয়োজনে অনুমতি নিন। কখনো নিজের এ্যাডে ক্লিক করবেন না। আপনার সাইটের মার্কেটিং এর জন্য আমাদের সাইটের 'সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন' এবং 'অনলাইন মার্কেটিং' অংশ ফলো করুন।
আশা করি কাজে দেবে।