SEO এর পূর্ণরূপ:
এস ই ওর পূর্ণরূপ হচ্ছে Search engine Optimization
সার্চইঙ্গিন অপটিমাইজেশন কাকে বলে?
সার্চইঙ্গিন অপটিমাইজেশন সম্পর্কে যদি সহজ বাংলায় বলতে বলা হয়, তাহলে বলা যায় ‘কোন একটি সাইটকে সার্চইঙ্গিন এর কাছে এমনভাবে উপস্থাপন করা, যাতে কোন একটি নির্দিষ্ট বিষয়ের উপর কেউ যদি সার্চ করে তাহলে বাকী সব ওয়েবসাইটকে পেছনে ফেলে সেই সাইটটি প্রথম সারীতে স্থান করে নিতে পারে’।
একটু উদাহরণ দিলে ব্যাপারটা পরিস্কার হয়ে যাবে। ধরেন আমি google বা yahoo বা bing এ সার্চ দিলাম ‘graphics design learning’ তাহলে দেখবেন যে সবার আগে আসছে নিচের সাইটগুলো।
এর মাঝে সবার প্রথম উপরের সাইটটির ডানপাশে দেখুন ad লেখা আছে। শুধুমাত্র সেই সাইটটি বাদে নিচের বাকী সকল সাইটগুলো একটি নির্দিষ্ট কর্মসম্পাদনের মাধ্যমেই এত উপরে এসেছে। এখানে প্রথম সাইটটির কথা বাদ দিলাম এই জন্য যে, সেই সাইট সার্চ ইন্জিনকে একটা মোটা অংকের টাকা প্রদাণ করে সার্চ ইন্জিনে সবার উপরে রয়েছে। আবার একেবারে ডানদিকে দেখুন আরো কিছু সাইটের এ্যাড রয়েছে। এরাও সার্চ ইন্জিনকে টাকা প্রদাণের মাধ্যমে ডানদিকে অবস্থান নিয়েছে। তবে তারা একটু কম টাকা দিয়েছে প্রথম সাইটটির চেয়ে। কিন্তু বাকী কারোরই কোন টাকা প্রদাণ করার প্রয়োজন পড়েনি।
এস ই ওর উপকারিতা:
প্রশ্ন আসতে পারে এর ফলে লাভটা কী হয়? লাভটা হচ্ছে, এর মাধ্যমে আপনার সাইটের ভিজিটর বহুগুণে বৃদ্ধি করা সম্ভব যাতে আপনার অনলাইনে আয়ের পরিমাণও বেড়ে যাবে বহুগুণে। এটি আপনার পণ্যের প্রচার ও প্রসারে বেশ ভূমিকা পালন করবে।
No comments:
Post a Comment