সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। দুটোই খুব গুরুত্বপূর্ণ। অনেকেই দ্বিতীয়টিকে গুরুত্ব দিয়ে থাকেন। কিন্তু এস ই ওর জন্য কোনটার গুরুত্বই কোনটার চেয়ে কম না।
1.Onpage optimization (এটির কাজ হচ্ছে সাইটের মধ্যে।)
2.Offpage optimization (এটির কাজ হচ্ছে সাইটের বাইরে। অনেকটা এ্যাডভারটাইজিং-এর মত)
Onpage optimization
অনপেইজ অপটিমাইজেশনের জন্য আপনাকে চার ধরণের কাজের প্রতি নজর রাখতে হবে।
১.সঠিক কী-ওয়ার্ড বাছাই করা।
২.আপনার সাইটের বা পোস্টের SEO friendly description লেখা।
৩.তারপর সাইটটিকে সার্চ ইঞ্জিনগুলোতে সাবমিট করা।
৪.সাইটম্যাপ তৈরী ও সাবমিট করা।
এবার একটু ব্যাখ্যায় আসি।
১.প্রথমেই কী-ওয়ার্ড সম্পর্কে কিছু কথা বলে নেই। কী-ওয়ার্ড মানে বোঝেন তো? সহজ কথায় আমরা যা লিখে অনলাইনে সার্চ করি তাই হচ্ছে কী-ওয়ার্ড। যেমন ধরেন আপনি seo নিয়েই কিছু জানতে চাচ্ছেন তাহলে এটা রিলেটেড কী-ওয়ার্ড হতে পারে learn seo, seo book, seo learning, seo tips, seo software ইত্যাদি। এবার আপনাকে দেখতে হবে মানুষেরা কোন ধরণের কী-ওয়ার্ড দিয়ে বেশী বেশী সার্চ করে। এটি দেখতে চলে যান https://adwords.google.com/select/KeywordToolExternal এ। এখানে গিয়ে সার্চ করে দেখুন কোন কী-ওয়ার্ডের কেমন চাহিদা। নিচের ছবি লক্ষ্য করুন।
আরেকটা কথা বলে নেয়া ভালো যে সব কী-ওয়ার্ড নিয়ে কমপিটিশন খুব বেশী সেগুলো নিয়ে কাজ করে হয়তবা খুব বেশী সুবিধা করতে পারবেন না। তাই চেষ্টা করবেন যে সব কী-ওয়ার্ড নিয়ে তেমন কোন কমপিটিশন নেই এবং সে সম্পর্কে অনলাইনে information খুব সীমিত সেই সব কী-ওয়ার্ড রিলেটেড পোস্ট লিখুন। তাহলে নিশ্চিত কিছু ভিজিটর পাবেন।
২.এবার ডেসক্রিপশনের ব্যাপারে আসি। আপনার কী-ওয়ার্ডটি মূল ডেসক্রিপশনে বেশ কয়েকবার ব্যবহার করুন। তবে খুব বেশী ব্যবহার করবেন না। এতে ব্যাপারটা দৃষ্টিকটু হতে পারে। এবার ওয়ার্ডপ্রেস যারা ব্যবহার করেন তাদেরকে বলছি আপনারা all in one seo pack প্লাগিন্সটি ইউজ করুন। নিচের চিত্রানুসারে প্রথমে টাইটেল, পরে ডেসক্রিপশন(অবশ্যই seo friendly)এবং তারপরে কী-ওয়ার্ড ব্যবহার করে আপনার পোস্ট পাবলিশ করুন। এটি খুব কাজের একটি প্লাগিন্স।
অনপেইজ অপটিমাইজেশনের বাকী দুটো কাজ নিয়ে আমরা পরের পোস্টে আলোচনা করব।
No comments:
Post a Comment